lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-05T13:09:35Z
মানববন্ধন

গাইবান্ধায় ইউপি সদস্য জোব্বার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Advertisement



আশরাফুল ইসলাম, গাইবান্ধা::

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সদস্য আব্দুল জোব্বারকে হত্যার প্রতিবাদ, দ্রুত আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 


পরে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বোয়ালী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, ইউপি সদস্য কাবিল উদ্দিন, নুর আলম, মিলন মিয়া, জোনাকী বেগমসহ অন্যান্যরা।


এসময় বক্তারা বলেন, কুখ্যাত সন্ত্রাসী ওয়ারেছ আলী, তার স্ত্রী জাবেদা বেগম এবং মঞ্জু বেগম বর্বোরোচিত হামলায় ইউনিয়নের সদস্য আব্দুল জোব্বার নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।