lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-17T15:10:22Z
ব্রেকিং নিউজ

ডোমারে বই পড়া উৎসবের পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement


 


মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ "সমৃদ্ধ হোক গ্রন্থাগার,এই আমাদের অঙ্গীকার" এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বই পড়া উৎসব-২০২৫ইং প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহীদ ধীরাজ -মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি এবং সাবেক মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।


বই পড়া উৎসবের আহ্বায়ক ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সহ-সভাপতি মোজাফফর আলী, সাধারণ সম্পাদক আনজারুল হক, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ।


শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের যুগ্ম  সাধারণ সম্পাদক রওশন রশীদের সঞ্চালনায় আলোচনা সভা শেষে ৫৫ জন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। 


উল্লেখ্য যে, গত ৩রা এবং ৪ঠা ফেব্রুয়ারী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের আয়োজনে দুইদিন ব্যাপী বই পড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩০টি স্কুল এবং কলেজের ২শত ৫০ জন শিক্ষার্থী বই পড়া উৎসবে অংশগ্রহণ করেন।