lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-19T14:50:26Z
আইন ও অপরাধ

সখীপুরে পুত্রবধু কে ধর্ষণের মামলায় শশুর গ্রেফতার

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলে সখীপুর উপজেলা বহুরিয়া ইউনিয়নে কালমেঘা বোর্ড বাজার এলাকার শশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।   উপজেলা বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বোর্ড বাজার  এ ঘটনা ঘটে। ওই এলাকার এক সন্তানের জননী (ছদ্মনাম)স্বর্ণা আক্তার (২৫)কে তার শশুর দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল। গত সপ্তাহে গৃহবধূর স্বামী গাড়িচালক জসিম উদ্দিন বাড়িতে না থাকায় একা পেয়ে অভিযুক্ত শ্বশুর পিছন থেকে  তাকে  ঝাঁপটে ধরে। পরে তার আত্মচিৎকারে  স্থানীয়রা এগিয়ে এলে  খুব দ্রুত সটঁকে পড়েন।ভুক্তভোগী এই ঘটনার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার সখীপুর থানার পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায়  গাজীপুর মাওনা এলাকার শমসের আলীর ছেলে বিল্লাল হোসেনকে (৬২) গ্রেফতার করা হয়। মামলায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাস কুমার বলেন,স্থানীয়রা ইতিপূর্বেও এমন ঘটনার সত্যতা আছে বলে নিশ্চিত করেন।


এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো:জাকির হোসেন জানান,অভিযুক্ত শশুরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে ।