Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা নতুন বাজার বণিক বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের ত্রি বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী)সকাল ১০ টা হতে বণিক ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিকাল ৩:৩০ মিনিট পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়।
জানাযায়,মোট ভোটার ছিল ৪২৯ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৩৮৮ জন। নির্বাচনে ৪ জন সভাপতি,২ জন সহসভাপতি,২ জন সাধারণ সম্পাদক,২ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ জন সদস্য পদে প্রতিদ্বন্দিতা করেন। একজন প্রার্থী কোষাধ্যক্ষ পদে মোঃ আলহাজ হোসেন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। ভোটারদের সুচিন্তিত রায়ে সভাপতি পদে মোঃ নাজমুল হোসাইন ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ওমর আলী ১৫১ ভোট পেয়েছেন। অপর প্রার্থী হাকীম রেজাউল করিম পেয়েছেন ১৩ ভোট তবে আশ্চর্যের বিষয় হলো সভাপতি প্রার্থী বারেক সিকদার কোন ভোট পাননি। যা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। সাধারণ সম্পাদক পদে মোঃ ছানোয়ার হোসেন ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন নিকটতম প্রার্থী হাসান আলী পেয়েছেন ১৬৯ ভোট। সহসভাপতি পদে রানা আহমেদ ২১৪ ভোট পেয়ে নির্বাচিত। নিকটতম প্রার্থী আক্কাস আলী পেয়েছেন ১৬৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুভাষ সূত্রধর ২০৯ ভোটে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী সোহেল রানা পেয়েছেন ১৬৯ ভোট। সদস্য পদে সর্বোচ্চ ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আয়নাল হক নিকটতম প্রার্থী ইয়াকুব আলী পেয়েছেন ১৪৭ ভোট। নির্বাচন নিয়ে কোন প্রার্থী ও ভোটারদের কাছ থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে বণিক ভোটাররা সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়নে নির্বাচিতদের সর্বোচ্চ ভূমিকায় দেখতে চান।