lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-01T12:41:55Z
আইন ও অপরাধ

পোরশায় ভুটভুটি (নছিমন) চুরি

Advertisement


 


 পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা  গাংগুরিয়া ইউনিয়নের সারাইগাছি গ্রামে নিজ বাড়ির পাশে ঘরে রাখা  হাসান এন্টারপ্রাইজ নামে একটি ভটভটি চুরি হয়েছে।

৩১ শে জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত ১টার সময়  আব্দুল মোত্তালেব এর ছেলে  বুলবুল আহমেদের বাড়ি থেকে ভুটভুটি চুরি হয়। দীর্ঘদিন ধরে  ভুটভুটি ঐ ঘরে রাখা হতো। সেই দিনেও আগের নিয়মেই রাতে সেখানে ভুটভুটিটি রাখা হয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেদেখা যায় ভুটভুটিটি চুরি হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কাহারা শত্রুতামূলক ভুটভটিটি চুরি করেছে। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে কিন্তুএখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান ভুটভুটির মালিক বুলবুল আহমেদ ।এলাকাবাসী তাকে প্রশাসনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ মোঃ শাহিন রেজার কাছে জানতে চাইলে তিনি জানান থানায় কোন অভিযোগ হয়নি, অভিযোগ পেলে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে।