lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-07T13:51:24Z
শীতবস্ত্র বিতরণ

মাদারগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ইউএনও এর কম্বল বিতরণ

Advertisement


 


মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সিধুলী ইউনিয়নের সদরাবাড়ি এলাকার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাদির শাহ । এর আগেও তিনি উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।  ইউএনও নাদির শাহ বলেন, প্রত্যেক অসহায়, ছিন্নমূল মানুষদের কাছে সরকারের উপহার কম্বল পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে অনেক জায়গায় কম্বল পৌছে দিয়েছি।। বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। রাষ্ট্রের সকল নাগরিকের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ খবর রাখছে সরকার। বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। সরকার এবং মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র ছিন্নমূল এবং অসহায় মানুষদের জন্য ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন উপস্থিত ছিলেন।