lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-19T14:42:30Z
তারুণ্য উৎসব

মান্দায় তারুণ্য উৎসবের সমাপনীতে যুব সমাবেশ অনুষ্ঠিত

Advertisement


 

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় তারুণ্য উৎসবের সমাপনী দিনে র‌্যালি, আলোচনা সভা, যুব সমাবেশ, তারুণ্য মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।   বুধবার (১৯ ফেব্রুয়ারি ) পরিষদের হলরুমে এসব কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে বেলা ১১টার দিকে পরিষদের হলরুমে ইউএনও শাহ্ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন প্রমুখ।

শেষে ৩৬ জুলাই সমসাময়িক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।