Advertisement
মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে চোরাইকৃত মালামাল সহ দুর্ধর্ষ চোর মোঃ সাব্বির হাসান মুন্না (২১) ও মমং মারমা (৫৪) কে আটক করা হয়।
আটককৃতরা রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকার বাসিন্ধা মোঃ ইলিয়াস মিয়ার ছেলে মোঃ সাব্বির হাসান মুন্না ও কালাচান মারমার ছেলে মমং মারমা।
বৃহস্প্রতিবার ২০ ফেব্রুয়ারী মধ্যরাতে জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই রাজু আহমেদ সঙ্গীয় এএস আই আব্দুল আলীম, মনিরুল ইসলাম ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দারোগাপাড়া এলাকা হইতে আসামী মোঃ সাব্বির রহমান মুন্না ও মমং মারমাকে চোরাইকৃত আলামত একটি ওয়াল্টন ফ্রিজ, একটি গ্যাসের চুলা, একটি টচ লাইট, একটি তোশক, একটি লেপ সহ আটক করা হয়
চোরাইকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার পাঁচশত টাকা।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।