lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-23T14:15:47Z
গ্রেফতারমাদক

গাজীপুরে ফেনসিডিলসহ আ'লীগ নেত্রী গ্রেফতার

Advertisement


 


এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আওয়ামী মহিলা লীগের এক নেত্রী ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-১


শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‍্যাব।


গ্রেফতারকৃতরা হলেন: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এবং তার পাঁচ সহযোগী মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)।



র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টঙ্গী স্টেশন রোড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় ছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিলেন। অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার আস্তানা থেকে ১৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ময়না বেগম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয়ের আড়ালে তারা এ ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকের মাঠ বস্তি থেকে তাদের গ্রেফতার করা হয়।