Advertisement
আলমগীর কবীর হৃদয়, পাবনা : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানে পাবনা শহরে অবস্থিত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, পাবনায় বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের কর্মকর্তাগণের অংশগ্রহণে ১৭২তম গণশুনানি অনুষ্ঠিত হবে।
পাবনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। উক্ত অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন; দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রাজশাহী'র পরিচালক মোঃ কামরুল আহসান; পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা’র উপপরিচালক মোঃ শহীদুল আলম সরকার এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবনার সভাপতি ডা. মনোয়ার উল আজীজসহ আরও উপস্থিত থাকবেন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তরের দপ্তর প্রধান; জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ।
উক্ত গণশুনানিতে পাবনা সদরের বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার, সেবা বঞ্চিত সংক্ষুদ্ধ জনসাধারণ কর্তৃক তাদের অভিযোগসমূহ উত্থাপন এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করাহবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠাবোধ, জবাবদিহিতা ও মূল্যবোধবৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়।
দুদক পাবনা’র উপপরিচালক মোঃ শহীদুল আলম সরকার জানান, উক্ত গণশুনানি সফল করার লক্ষ্যে এবং জনসাধারণের সমাগমকল্পে পক্ষকালব্যাপী পাবনা জেলা সদরের বিভিন্ন এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে। ফলে পাবনা জেলা সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। গণশুনানিসফল করতে পাবনা’র সকল নাগরিকগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি জানান, মোট ১৬০ অভিযোগ পাওয়া গেলেও বাছাই শেষে ৫৭ টি অভিযোগের গণশুনানী অনুষ্ঠিত হবে। এতে সেবা গ্রহিতা সরাসরি তাদের অভিযোগ উত্থাপন ও সেবাদাতা তা নিস্পত্তি করবেন।