lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-21T10:43:46Z
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

দোয়ারাবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল

Advertisement


 

দোয়ারারা বাজার (উপজেলা প্রতিনিধ):

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কনফারেন্স হল রুমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন  আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন করা হয়েছে। 


শুক্রবার  (২১ শে) ফেব্রুয়ারি উপজেলা কনফারেন্স হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন  আলোচনা ও বিশেষ দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জিয়া উদ্দিনের পরিচালনায় উপজেলা ফিল সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন। 


এসময় সভাপতিত্বের বক্তব্যে তিনি উপস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষাকদের কে বলেন,বাংলাদেশের প্রিয় মাতৃভাষা, বাংলা ভাষার প্রতি সম্মান জানাতে প্রতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এদিন ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষার প্রতি আমাদের দায়িত্ব অনুভব প্রকাশ করার দিন। তিনি আরও বলেন,বাংলা ভাষার জন্য যারা শহিদ হয়েছিল তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ভাষা শহিদদের প্রতি সকল ইমামগন দোয়া ও মাগফিরাত কামনা করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিস ও একাডেমি সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুবকর ছিদ্দিক,মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আশিকুর রহমান, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আক্তার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলামিন, হাফিজ আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, বশির আহমদ,জামাল উদ্দিন,আবদুল কাদির, সহ প্রমুখ। 

 

 অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, দোয়ারাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা একরামুল হক।