Advertisement
এম মনিরুজ্জামান,পাবনা : সুজানগর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ১৭ বছর পর ভোটারদের সরাসরি গোপন ভোটের মাধ্যমে কামাল বিশ্বাস সভাপতি, জসিম বিশ্বাস সাধারণ সম্পাদক ও মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড.মির্জা আজিজুর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন। কাউন্সিলে সুজানগর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কাউন্সিলে পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস ৪৯২ ভোট পেয়ে নতুন সভাপতি, ২০৭ ভোট পেয়ে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জসিম এবং বিশ্বাস সাধারণ সম্পাদক ও ৩৮১ ভোট পেয়ে মঞ্জু শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। কাউন্সিলে কামাল হোসেন বিশ্বাস ও তোরাব আলী সভাপতি পদে, জসিম বিশ্বাস,আব্দুস সালাম মোল্লা ও মজিবর খাঁ সাধারণ সম্পাদক পদে এবং মঞ্জু শেখ ও ইয়াকুব আলী সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।কাউন্সিল উদ্বোধন করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম বিশ্বাসের সঞ্চালনায় কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।প্রধান বক্তার বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন,নূর মোহাম্মদ মাসুম বগা,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।