lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-17T15:32:49Z
জাতীয়

আওয়ামী লীগ জনগণ থেকে ধিকৃত: আরিফুল হক চৌধুরী

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়ার আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণ থেকে ধিকৃত। তারা আজ মুক্ত অবস্থায় সাধারণ জনগণের সামনে আসতে পারছে না। এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না।’ তিনি সোমবার (১৭ ফেব্রæয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে জেলা বিএনপির আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রæত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রেষ্ট্র পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আশ্বস্ত করবেন অন্তর্বতীকালীন সরকার সেটা কামনা করছি। এখনও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর আমলারা সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনে রয়েছেন। তারা জায়গা পরিবর্তন করে এক জেলা থেকে অন্য জেলায় গেলেও আমরা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে সবকিছু রেকর্ডে রেখেছি। আমরা চাই ফ্যাসিস্ট সরকারের আমলারা যারা দালালি করেছে তাদের বর্তমান অন্তর্র্বতীকালীণ সরকার দ্রæত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন-এর সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, এডভোকেট সুনীল কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আয়াছ আহমদ, কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান প্রমুখ। বিকেল ৪টা থেকে শুরু হওয়া সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত।

প্রধান অতিথি বলেন, ‘বিএনপিতে পরিক্ষিত সৈনিক যারা রাজপথে আন্দোলনে ছিলো, যাদের রক্ত ঝরেছে, যারা মামলা খেয়েছে, যারা কারাগারে গিয়েছে। তাদেরকে মূল্যায়ন করতে তবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, ‘এখন আড়ালে থাকা অনেক লোকদের আলখেল্লা পরিয়ে নেতা বানানোর চেষ্টা চালানো হচ্ছে। মাত্র তিন সপ্তাহের আন্দোলনে নিশ্চয় স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়নি। এটা কোনো মাকালও বিশ্বাস করবে না। ৩৬ জুলাই ছাত্ররা সামনে থাকলেও নেপথ্যের ভূমিকায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই আন্দোলনে বিএনপির ৮২৪ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরাতো অন্যদের মতো এই সাইনবোর্ড নিয়ে ঘুরাচ্ছি না বা বড়াই করছি না। ১৮ বছর কারা মাঠে-ঘাটে ছিলো তা সবাই জানেন।’