lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-10T02:22:59Z
অগ্নিকাণ্ড

রামগড় কালাডেবায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

Advertisement


 


মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব কালাডেবা সোনাইআগা এলাকার বাসিন্ধা  আব্দুল করিম এর  বসতবাড়ি আগুনে পুড়ে ছাই। 


রবিবার ০৯ ফেব্রুয়ারি রাত ৮ ঘটিকায়  আব্দুল করিম এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সম্পূর্ণ ঘর পুড়ে যায়। ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এতে  ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। 


রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ভারপ্রাপ্ত অফিসার মোঃ সলিমুল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।