lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-10T12:42:23Z
আইন ও অপরাধ

আমতলীতে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান লুটের অভিযোগ

Advertisement


 

বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির ১ নং সদস্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার ও তার সহযোগীদের বিরুদ্ধে বাঁধঘাট চৌরাস্তায় মোশাররফ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে ৫ লক্ষ সাত হাজার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ মোশাররফ হোসেন। দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মোশাররফ হোসেন বলেন, গত শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা যুবদল আহবায়ক কমিটির ১ নং সদস্য সাবেক কাউন্সির সামসুল হক চৌকিদার ও তার সহযোগী মতি চৌকিদার, মিল্টন, রেজাউল ও ইমরান খাঁন তার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এতে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ৫ লক্ষ ৭ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, গত বছর এপ্রিল মাসে পৌরসভা নিবার্চনে সেলিম রেজা টিটু ও সামসুল হক চৌকিদার কাউন্সিলর পদে নিবার্চন করে। ওই নিবার্চনে আমি সেলিম রেজা টিটুর পক্ষে কাজ করায় আমার উপর সামসুল হক চৌকিদার ক্ষুব্দ হয়। এর জের ধরে শনিবার দুপুরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করেছে। তিনি আরো বলেন, আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত না কিন্তু তারপরও আমার ব্যবসা প্রতিষ্ঠানে তারা হামলা লুটপাট করেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে এর বিচার দাবী করছি।


আমতলী উপজেলা যুবদল আহবায়ক কমিটির ১ নং সদস্য সাবেক কাউন্সির সামসুল হক চৌকিদার বলেন, কবির ফকির ও তার লোকজন আমাকেসহ আমার লোকজনকে কুপিয়ে আহত করেছে। ওই ঘটনা ধামাচাপা দিতে দোকান ভাংচুর ও লুটের নাটক সাজাচ্ছে। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। 


আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।