Advertisement
মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ৬ ফেব্রæয়ারি সকাল ১০টায় মাধবদী বাজারে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এই ফলাফল প্রকাশ করা হয়। আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর সকল স্কুলের প্রধানদের হাতে নিজ নিজ স্কুলের ফলাফল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করেন মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম খোকন, সহ-সভাপতি মাওলানা মোঃ শাহজাহান মিয়া, সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা মিয়া , সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা হুজাইফা মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমূখ। উল্লেখ্য যে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট ১১৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় নার্সারী শ্রেণিতে অংশ গ্রহণ করে ২৬২ জন তার মধ্যে বৃত্তি পায় ১৬৭, ১ম শ্রেণিতে অংশগ্রহণ করে ১৭৮ জন তার মধ্যে বৃত্তি পায় ৯৮, ২য় শ্রেণিতে অংশগ্রহন করে ১৬৫ জন তার মধ্যে বৃত্তি পায় ৭৬ জন, ৩য় শ্রেণিতে অংশগ্রহণ করে ১৬৫ জন তার মধ্যে বৃত্তি পায় ৫০ জন, ৪র্থ শ্রেণিতে অংশগ্রহণ করে ১৪৬ তার মধ্যে বৃত্তি পায় ৩৯ জন, ৫ম শ্রেণিতে অংশগ্রহণ করে ১৬৮ জন তার মধ্যে বৃত্তি পায় ৪৪ জন। সকল শ্রেণি মিলিয়ে মোট ১১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩০ জন টেলেন্টপুলে এবং ২৪৪ জন সাধারন গ্রেডে বৃত্তি পায়।