lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-10T02:29:19Z
ওয়াজ মাহফিল

পাবনায় দারুল আবরার হাফিজিয়া মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেনের উদ্যোগে ওয়াজ মাহফিল ও পাগরী প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Advertisement


 


পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলা লাইব্রেরি বাজার আটুয়া এসপি সড়ক পশু হাসপাতাল সংলগ্ন দারুল আবরার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৯ ফেব্রুয়ারী রবিবার বাদ আসর থেকে ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান শুরু হয়।


উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ তামাই কবরস্থান মাদরাসার শাইখুল হাদীস আলহাজ্ব মাওলানা মুফতী শওকত আলী কাসেমী।

প্রধান বক্তা ঢাকা সাভার জামেয়া নূরীয়া দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মুফতী মুহিব্বুল্লাহ সিরাজী, ২য় বক্তা ঢাকা খিলগাও শেখের জায়গা মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলী আফফান সিরাজী, ৩য় বক্তা ঢাকা সাভার  পবনারটেক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী আব্দুল হক সিরাজী ও ৪র্থ বক্তা পাবনা দোগাছি মানিকতলা অন্ধ মাদরাসার সহকারী শিক্ষক অন্ধ হাফেজ মাওলানা শিবলী নোমান মুরাদ।


উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব মোসাব্বির হোসেন সঞ্জু, বিশেষ অতিথি পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইয়ামিন খান, পাবনা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোঃ ওয়াছেক উজ্জামান খান। 

আয়োজনে ছিলেন অত্র মাদরাসার মুহতামিম মুফতী রকিবুল ইসলাম ও অত্র মাদরাসার নায়েবে মুহতামীম হাফেজ মোঃ আবু জ্বর গেফারী।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সাংবাদিক জুবায়ের খান প্রিন্স ও সমাজকর্মী ওমর ফারুক মানিক।


সমাজের বিভিন্ন অবক্ষয় নিয়ে কুরআন ও হাদিসের আলোকে ইসলামি আলোচনা করেন বক্তারা।

অতিথিরা তাদের বক্তব্যে সমাজের তরুণ প্রজন্মকে ধর্মীয়, সামাজিক ও মানবিক কাজে শরিক হয়ে সমাজ সংস্কারে ভুমিকা রাখতে বলেন।এরপর মাদরাসা ছাত্র হাফেজদের পাগড়ি প্রদান করা হয়। 


 আনন্দঘন পরিবেশে দূর দূরান্ত থেকে আগত ও স্থানীয় নারী পুরুষ, শিশু বৃদ্ধ সকলের উপস্থিতে মধ্যরাত অবধি চলে ওয়াজ মাহফিল।

পরিশেষে ইয়ামিন খান বলেন আমি নিজে এলাকার কিশোর যুবকদের সাথে নিয়ে এই পবিত্র কাজে শরিক হয়েছি এবং সুন্দর ভাবে আয়োজন সম্পন্ন করেছি, আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা আমাদের আয়োজনকে সার্থক করেছে। সমাজের সকল ভালো কাজে আমি এভাবেই আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে অংশ নেবো ইনশাআল্লাহ। 


পরিশেষে অত্র এলাকার যে সকল মুরুব্বি ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।