Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মহেশখালীতে পৌর তাঁতীলীগ ও বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী নেতাকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে পাঠানো হয়।
আটকৃতরা হলেন, ফ্যাসিস্ট সরকারের জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা ডাঃ নুরুল আলমের ছেলে, পৌর আওয়ামী তাঁতীলীগের নেতা সাদেক উল্লাহ ও দেবেঙ্গাপাড়া গ্রামের নচরত আলী পুত্র, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ মেম্বার আটক। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।