lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-20T12:11:36Z
আইন ও অপরাধ

পাবনার সাঁথিয়ায় যুবকের দুই হাতের কব্জি কর্তন

Advertisement


 


আলমগীর কবীর হৃদয় (পাবনা):-

পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে আশরাফুল ইসলাম (৩২) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত আশরাফুল সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, মারামারিসহ নয়টি মামলা রয়েছে।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর এক টার দিকে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়েছিলেন আশরাফুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ধরে নিয়ে টেলিফোন অফিসের পেছনে নিয়ে যায়। সেখানে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

তিনি আরও জানান, ভুক্তভোগী ওই যুবক ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেটে ফেলা কবজির সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ঘটনার কারণ সম্পর্কে আহত আশরাফুলের বরাত দিয়ে ওসি সাইদুর রহমান জানান, বিগত উপজেলা নির্বাচনের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে মারধর করেছিলেন আশরাফুল। এই বিষয়েসহ আরও কিছু বিষয় নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের সঙ্গে শত্রুতা তৈরি হয় তার। এসব ঘটনার জেরে দুপুরে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের নেতৃত্বে কয়েকজন লোক তার দুই হাতের কব্জি কেটে দিয়েছে।ওসি সাইদুর রহমান আরও জানান, পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।