lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-03T11:53:09Z
ব্রেকিং নিউজ

নিখোঁজের চারদিন পরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

ঢাকার ডেমরা থেকে মেহেদী হাসান বায়েজিদ দুই লাখ টাকা নিয়ে নিখোঁজের চারদিন পর আমতলী উপজেলার মানিকঝুড়ি নামক স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে তাকে এক অটোচালক উদ্ধার করেছেন। পরে তিনি তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।


জানাগেছে, আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের বাদল সরদারের ছেলে মেহেদী হাসান বায়েজিদ ঢাকার ডেমরা থানা এলাকার একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন। বৃহস্পতিবার দুপুরে বিকাশ থেকে দুই লক্ষ টাকা তুলে অফিসে যাচ্ছিল। এরপর থেকে মেহেদী নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার ঢাকার ডেমরা থানায় সাধারণ ডায়েরী করে তার পরিবার। রবিবার রাত সাড়ে ১০ টিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে এক অটোচালক অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তিনি তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩ টা) তার জ্ঞাণ ফিরেনি। 


মেহেদীর বাবা বাদল সরদারের অভিযোগ তার ছেলে মেহেদীকে অফিসের লোকজন মারধর শেষে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে গেছেন। তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবী করছি।


আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মেহেদীর  শরীরের  বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে তাকে চেতনা নাশক ঔষধ খাওয়ানো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  


আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।