lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-23T14:19:28Z
আইন ও অপরাধ

গাজীপুরে মাথায় লাল কাপড় বেঁধে যুবদল নেতার অস্ত্রের মহড়ার ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ৪

Advertisement


 

এম এইচ শাহীন, গাজীপুর: গাজীপুরে স্থানীয় একটি বাজার নিয়ন্ত্রণ নিতে এক যুবদল নেতা অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে মাথায় লাল কাপড় বেঁধে, হাতে রাম দা অস্ত্র উঁচিয়ে মিছিল ও মহড়া দিয়েছেন। ওই ঘোষণা দেওয়া যুবদল নেতার নাম জাহাঙ্গীর আলম। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।



গ্রেফতারকৃতরা হলেন: শ্রীপুর উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪) ও মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।



প্রসঙ্গগত, গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন। প্রকাশ্যে চাঁদা চাওয়ার এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতা যুবদল থেকে বহিস্কার করে। অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গতকালের ঘটনায় রাতে থানায় মামলা করা হয়েছে। এর মধ্যে পাঁচজন এজাহারনামীয় অজ্ঞাতনামা ২০/২৫ জন মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকী অভিযুক্তদের গ্রেফতার পুলিশ অভিযান পরিচালনা করছে।