lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-27T16:26:02Z
শিক্ষা সফর

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার :

সিলেটের প্রকৃতি কন্যা জাফলং, তামাবিল স্থল বন্দর ও জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক স্পটে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাস সিলেটের উদ্দেশে যাত্রা করে। 

প্রকৃতি কন্যা সিলেট জেলার জাফলং ও তামাবিল স্থল বন্দর ঘুরে সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক স্পটে গিয়ে দুপুরের খাবার খাওয়া হয়। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, দেশাত্ববোধক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মানবকণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি এমরান হোসেন, দৈনিক আলোকিত সকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, স্কুলের শুভাকাঙ্খী শহিদুল ইসলাম নূর, অভিভাবক লাকি বেগম প্রমুখ। এ সময় স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাখন সবর এবং তাসনিম রহমা তৃষা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষকসহ অতিথিবৃন্দ।