lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-09T07:16:33Z
জাতীয়

শ্রীমঙ্গলে বাজার সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের প্রতিহত করবে: মহসিন মিয়া

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

রাষ্ট্রয়াত্ত¡ প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার  জেলা বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেছেন, ‘আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট করে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের প্রতিহত করবে। বাজার সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের বাজার বসিয়েছি। এতে বিপুল সংখ্যক দরিদ্র মানুষরা উপকৃত হচ্ছেন। রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য স্বল্পআয়ের মানুষদের নাগালে রাখতে বিনা লাভের বাজারকে আরো বিস্তৃত করা হবে।’ তিনি শনিবার (৮ ফেব্রæয়ারি) রাত ৯টায় পবিত্র রমজানে বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি-ডাকাতি ও সন্ত্রাসী তৎপরতা নির্মূলসহ সরকারের বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতার লক্ষ্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মহসিন মিয়া মধু বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সবাই মিলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করি। এতে করে শ্রীমঙ্গলবাসী শান্তিতে থাকতে পারবেন। সরকারকে সহযোগিতা করলে দেশকে সহযোগিতা করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় সরকার নয়, সকলের সরকার। তারা জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কর্মকান্ডকে সহযোগিতা করতে চাই। আমাদের দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, সরকারের সমালোচনা করব কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেবো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন ব্যক্তির দ্বারা দল কিংবা দেশ ক্ষতিগ্রস্থ হলে শুধু বহিষ্কার নয় তাকে চিহ্নিত করা হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে প্রতিহত করা হবে।’ 

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিফ, যুগ্ম আহবায়ক খন্দকার আবুল মঈন গোফরান তারেক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, সিনিয়র সাংবাদিক কাউছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) আ. ফ. ম আব্দুল হাই ডন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, সাংবাদিক এম এ রকিব, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সাইফুল ইসলাম, সৈয়দ সালাউদ্দিন, রুবেল আহমেদ, অরবিন্দু দেব প্রমুখ।