Advertisement
রেজাউল ইসলাম মাসুদ,ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ে অভিভাবক সমাবেশ, পিঠা উৎসব, প্রতিভা অন্বেষণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের হাজীপাড়া এলাকায় ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ডগ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিডেনশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মিলন।
আলোচনা সভা শেষে পিঠা উৎসবের দুইজন সেরা নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। সেই সাথে স্কুলের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ছয় জন প্রতিযোগিকে পরিষ্কার তুলে দেওয়া আমন্ত্রিত অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন উদ্যোগ সংগঠনের নারী উদ্যোক্তারা।