lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-05T09:47:30Z
আইন ও আদালত

পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Advertisement


 

পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড় মাগুরা ইউনিয়নে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ভুক্তভোগীর ও তাদের পরিবারের। 

অভিযোগ সূত্রে জানা যায় মাগুরা ইউনিয়নের খারিজা  দীঘল গ্রাম এর বাসিন্দা মনিবালা (৪৭), ও তার বিধবা মেয়ে সাথী রানী (৩০), মুসলিম পরিবারের লম্পট শাহ আলম (৩৩) এর সাথে দুই বাচ্চার মা সাথী রানীর দীর্ঘদিন ধরে  পরক্রিয়া প্রেমের  সম্পর্ক ছিল। 


তারই প্রেক্ষিতে গত ( ১২ -১২- ২০২৪) বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময় সাথী রানী তার দুই সন্তান রেখে স্থানীয় লম্পট শাহ আলম, এর সাথে পরক্রিয়া  প্রেমের টানে পালিয়ে গিয়ে পারি জমায় ঢাকা রাজধানীতে।


 এদিকে সাথী রানী এর মা মনিবালা দালালচক্রের হাত ধরে এলাকা সহ আটোয়ারী ও বোদা উপজেলার আরো দুজনকে আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মিথ্যা মামলা দায়াল করে।


  ভুক্তভোগীরা  বাবা মোঃ বশিরুল ইসলাম জানান  এই মিথ্যা মামলার পেছনে যার হাত রয়েছে সে হলেন, স্থানীয় কুচক্রি মহলের দালাল মোঃ রফিকুল ইসলাম। 



আসামি পক্ষের ভুক্তভোগীরা  জানান এই মামলার দালাল মোঃ রফিকুল ইসলাম এর সাথে তাদের দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল।তাই সে মনিবালা ও তার মেয়ে সাথী রানী কে দিয়ে মিথ্যা মামলায় আমাদের কে  ফাঁসিয়ে দিয়েছেন এমন অভিযোগ তোলেন আসামি পক্ষের ভুক্তভোগীরা। 


এ বিষয়ে মাগুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার ও গণমাধ্যমকর্মীরা বাদিনি মনিবালার কাছে জানতে চাইলে মনিবালা বলেন মিজানুর রহমান ও হামিদুল ইসলাম কে আমি চিনি না। এদের কে মোঃ রফিকুল ইসলাম ফাসিয়েছে এমন জিজ্ঞাসাবাদের যথেষ্ট প্রমাণ রয়েছে ভুক্তভোগীর কাছে। 


এই মিথ্যা মামলার আসামি ভুক্তভোগীর পিতা মোঃ বশিরুল ইসলামের দাবি যারা আমার ছেলে ও ভাতিজাকে অন্যায় ভাবে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়েছে আমি তাদের বিচার চাই। এবং আমার ছেলে মোঃ মিজানুর রহমান  ও ভাতিজা মোঃ হামিদূল ইসলাম কে এই মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানাই।