Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক আজ ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার)সখীপুর উপজেলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্কুল পরিদর্শনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু সময় কাটান।
তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ দ্রুততা ও আন্তরিকতার সঙ্গে জনসেবা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও সখীপুরে তারুণ্য উৎসব উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি, সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,সমন্বয়ক সেলিমসহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এদিকে দিনের কর্মসূচি শেষে উপজেলা কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ করেন তিনি।