lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-21T06:50:14Z
শহিদ দিবস

পোরশায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Advertisement


 

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে ক্যাম্পাসে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ইউএনও মো. আরিফ আদনানের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশ গ্রহণে মধ্য দিয়ে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। অপরদিকে, উপজেলা বিএনপি’র পক্ষে সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান শাহ্, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ বিএনপি নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে বলে জানা যায়।