lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-18T12:45:47Z
আইন ও অপরাধ

আটোয়ারীতে পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য উদ্ধার

Advertisement


 

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে একটি ব্রীজের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডের মতো দেখতে একটি বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। 


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ-তোড়িয়া বাজার সড়কের নিতুপাড়া ব্রীজের নীচে পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরক দ্রব্যটি পাওয়া করা হয়। 


স্থানীয় আবু সাইদ নামে একজন জানায়, ওই ব্রীজের নীচে কৃষকরা সেচ দেওয়ার জন্য গর্ত করছিলেন। এমন সময় মরিচা ধরা লোহার একটি বস্তু তাদের চোখে পড়লে তারা সেটিকে গ্রেনেড মনে করে পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডের মতো দেখতে ওই বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 


আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি কোন গ্রেনেড নয়। এটি সম্ভবত: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহত একটি বিস্ফোরক দ্রব্য। দ্রব্যটি উদ্ধার করে পানির বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।