Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
‘বই হোক আভিজাত্যের প্রতীক’ এ স্লোগানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল সরকারি কলেজের আয়োজনে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহীদ মিনার প্রাঙ্গনে ফিতা কেটে এবারের বইমেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. বি. এম মোখলেছুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রফি আহমেদ চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ বইমেলার স্টলগুলো ঘুরে দেখেন।
পাঁচ দিনব্যাপী এবারের বইমেলা আয়োজনে সহযোগিতা করছে শ্রীমঙ্গল পৌরসভা এবং উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘ। বইমেলায় ঢাকা ও স্থানীয় কয়েকটি প্রকাশনী সংস্থার স্টল বসেছে। উল্লেখযোগ্য প্রকাশনী সংস্থাগুলো হলো পাঞ্জেরী, গ্রন্থ কুটির ও শিশু গ্রন্থ কুটির, নাগরী, বাবুই, সাহিত্য কুটির, শব্দচাষ, চৈতন্য, নোভা, রাষ্ট্রচিন্তা ও গ্রন্থিক, সহজ প্রকাশ, ইসলামিক ফাউন্ডেশন, স্বপ্ন ৭১ ও উত্তরণ। এছাড়া মেলায় আগতদের জন্য থাকছে অবকাশ ফুড কর্ণার নামের খাবারের দোকান।
এবারের বইমেলার অন্যতম আয়োজক উত্তরণ পাঠচক্র ও পাঠক সংঘের উদ্যোক্তা শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘বইমেলায় রুচিশীল ও মননশীল বই প্রদর্শন ও বিক্রয় করা হবে। যারা ঢাকায় একুশে বইমেলায় যেতে পারেননি তারা এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত পছন্দের বই শ্রীমঙ্গলের বইমেলা থেকে সংগ্রহ করতে পারবেন।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, ‘বই পাঠের প্রতি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তোলার লক্ষ্যে শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।’