Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
মহেশখালীতে কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ই এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আবু তাহের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফজলুল করিম, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকাসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাকরা উপস্থিত ছিলেন।