Advertisement
-সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নাগরিকদের ধর্ম কিংবা দলের ভিত্তিতে ভাগবাটোয়ারা করতে রাজি না। এদেশে যেই জন্ম নিয়েছে সেই এদেশের গর্বিত নাগরিক।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতের ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের স্পষ্ট ঘোষণা, আমারা কোন মেজরিটি মাইনরোটি মানি না। এই বদ খাসলত ছিলো অতীতের পতিত স্বৈরাচারের। তারাই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। আমরা সবাই মিলে ইউনিটি, আমারা একটাই জাতি। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। এরপর আমাদের পরিচয় আমি একজন মুসলমান, উনি একজন হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। এই চার ধর্মের বাহিরে বাংলাদেশে অন্য কোন ধর্মের মানুষ নাই। কিছু লোক থাকতে পারে যারা কোন ধর্মেই বিশ্বাস করে না। তাদেরকে মানুষ নাস্তিক হিসেবে চিনে। যাই হোক আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে।
তিনি আরও বলেন, কেউ যেন কারো ধর্মীয় আবেগে খোঁচাখুঁচি না করেন, সুরসুরি না দেন। এটা আমরা একেবারেই ঘৃণা করি, পছন্দ করি না। এরকম যদি কোথাও ঘটে, আমরা বলবো যেই সম্প্রদায়ের মানুষ এমনটা করবে প্রথমে সেই সম্প্রদায়ের মানুষ তাকে যেন থামিয়ে দেন। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সেদেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্ দরবারে দাঁড়াতেও পারে না।
সমাবেশে পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।
এছাড়া জামায়াতের ইসলামীর পঞ্চগড় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।