Advertisement
সেলিম মোর্শেদ রানা,পাবনা প্রতিনিধি:-
পাবনায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গেল ২৪ ঘন্টায় জেলায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ, পাবনা সদর,ঈশ্বরদী, বেড়া, চাটমোহরও,সুজানগর থানায় অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে (২৩ফেব্রুয়ারি ) রবিবার পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করেন, তিনি বলেন গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে পাবনা সদর থানার মজিদপুর কাজিপাড়া মৃত-খন্দকার আব্দুস ছালাম সবুরের ছেলে খন্দকার জহরুল ইসলাম আলো (৬৩) ঈশ্বরদী থানা মাঝদিয়া মোল্লাপাড়া মোশারফ রহমান মুসার ছেলে আনিসুর রহমান আনিস (৪৫) ছোট-শালিখা চাটমোহর মৃত আকবর আলীর ছেলে মোঃ আকতার হোসেন (৭৩) বেড়া হাটুরিয়া মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ রিপন (২৯) সুজানগর মধুপুর পূর্বপাড়া আলহাজ¦ আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে মোঃ মনিরুজ্জামান মল্লিক (৪২) ওতৈলকুন্ডা মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ ইউসুব আলী খান (২৬) কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায় আটকৃত প্রত্যেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।