lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-02T15:58:50Z
মানববন্ধন

শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার :

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুর রহমানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন  করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জাতীয় নাগরিক কমিটি শ্রীমঙ্গলের সদস্য ইমরান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সার্চ কমিটির সদস্য নিলয় রশিদ তন্ময়, শ্রীমঙ্গল জাতীয় নাগরিক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বক্স। 

মানববন্ধনে বক্তারা বলেন, 'আমরা সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবী করছি। জুলাই গণ-অভ্যুত্থান শেষ হলেও গুম-খুনের রাজত্ব শেষ হয়নি। নিরাপত্তার নামে পুলিশ এদেশে জনগণকে আরও বেশি অনিরাপদ করে তুলছে। জনগণ একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে অভ্যুত্থান ঘটিয়েছিল। পুলিশি রাষ্ট্র গঠন করা অভ্যুত্থানের চেতনাবিরোধী। অথচ আমরা দেখছি, বর্তমান সরকারের আড়ালেও যারা সরকার পরিচালনা করছে তাদের দ্বারা এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও খুনের সংস্কৃতি পুনরুজ্জীবিত হচ্ছে। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত সরকার তাঁর ফ্যাসিস্ট শাসন জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষ সেই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন। যার ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময়ে হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ এমন একটি দেশের স্বপ্ন দেখেন, যেখানে সেই ফ্যাসিবাদী শাসনের কোনো চিহ্ন থাকবে না, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না।'