lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-21T11:20:26Z
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

পলাশবাড়ীতে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::

সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শান্তিপূর্ন পরিবেশ ও  যথাযোগ্য মর্যদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।


এদিবসটি  উপলক্ষে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী আলোচনা সভা, ভাষার গান, কবিতা আবৃতি,প্রমিত বাংলা বানান প্রতিযোগীতা, চিত্রাঅংকন প্রতীযোগীতা, বিভিন্ন মসজিদ, ধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠান উপসানালয়ে প্রার্থনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।


পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে রাতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা ও পৌর প্রশাসন, থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাতীদল,জাসাস,পলাশবাড়ী প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবদেন করা হয়।


পরে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক (ভারপ্রাপ্ত) আল ইয়াসা রহমান তাপাদার। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হারুন আর রশিদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা। শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে আলোচনা সভা শেষে চিত্রা অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ।