lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-13T04:05:13Z
গণমাধ্যম

মহেশখালী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন

Advertisement


 

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

কক্সবাজার জেলার আলোচিত দ্বীপ উপজেলা মহেশখালীর সাংবাদিকদের প্রাচীন ও বৃহত্তর  সংগঠন মহেশখালী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সস্পন্ন হয়েছে।


উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্।


উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালের উপস্থাপনায় শপথ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কশিনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা, মহেশখালী থানার ওসি কাইছার হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুর রহমান, মহেশখালী কলেজের অধ্যক্ষ শাহেদ মান্নান, সাবেক সভাপতি ফরিদুল আলম দেওয়ান, সদ্যসাবেক সভাপতি আবুল বশর পারভেজ, সাবেক সভাপতি হারুনর রশিদ, মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজিব ও সাংবাদিক এম রমজান আলী প্রমুখ।


সভার শুরুতে মহেশখালী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি সৈয়দ মোস্তফা আলী, সাধারন সস্পাদক জিকির উল্লাহ জিকু, যুগ্ম-সস্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, প্রচার সম্পাদক আব্দু রশিদ, অর্থ সস্পাদক মকছুদুর রহমান সহ সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন।


উল্লেখ্য: গত ৩ ফেব্রুয়ারি মহেশখালী প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব পালনের জন্য ক্ষমতা গ্রহণ করেন। শপথগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন জানান- "আমার প্রথম কাজ হবে দ্রুত সময়ের মধ্যে প্রেস ক্লাবের একটি নতুন ভবন তৈরি করা।" তিনি একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।