Advertisement
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (১২ ই ফেব্রুয়ারি) বিকালে লালপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার নবাগত কমিটির সভাপতি আব্দুর রশিদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য সালাহউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহকারী তথ্য ও প্রযুক্তি সচিব আব্দুল মোত্তালেব রায়হান, লালপুর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, সহ-সভাপতি ফজলুর রহমান , জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিঠুন আলী, নির্বাহী সদস্য শিমুল আলী, তরিকুল ইসলাম ফাহিম, তুষার আলী প্রমুখ।