Advertisement
বরগুনা প্রতিনিধি:
আমতলী উপজেলার ধর্মনারায়ণ গ্রামের গ্রামীণ কাঁচা রাস্তা ঘেষা খাকদান খালের মাটি কেটে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল মাদবর তার বাগান-বাড়ী ভরাট করেছেন। এতে গ্রামীণ রাস্তাটি অত্যান্ত ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তাটি ধ্বসে যেতে পারে বলে জানান তারা। দ্রুত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
জানাগেছে, আমতলী উপজেলার ধর্মনারায়ণ গ্রাম সংলগ্ন খাকদান খাল। আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ ওই খাল ঘেষে গ্রামীণ কাঁচা রাস্তা নির্মাণ করেছে। ওই রাস্তার পাশে সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল মাদবর বাড়ী নির্মাণ করেছেন। মঙ্গলবার রাতে ইউপি সদস্য ভেকু মেশিন দিয়ে ওই খালের মাটি কেটে তার বাগান বাড়ী ভরাট করেছেন। এতে গ্রামীণ রাস্তাটি অত্যান্ত ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তার কোল ঘেষে খালের মাটি কাটায় গ্রামীণ রাস্তাটি ধ্বসে যাওয়ার উপক্রম হয়েছে। রাস্তা ধ্বসে গেলে এলাকার হাজারো মানুষের বেশ দুর্ভোগ পোহাতে হবে।
ধর্মনারায়ণ গ্রামের আল আমিন ও সফিকুল ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্য রাতের আধারে রাস্তার কোল ঘেষা খালের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে তার বাগান-বাড়ী ভরাট করেছেন। এতে গ্রামীণ সড়কটি অত্যান্ত ঝুঁকির মধ্যে রয়েছে। রাস্তাটি ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আরো জানান তারা।
সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল মাদবর খালের মাটি কেটে নেয়ার কথা স্বীকার করে বলেন, এতে রাস্তার কোন সমস্যা হবে না।
আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন বলেন, খালের মাটি কাটতে সাবেক ইউপি সদস্যকে নিষেধ করেছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি জেনেছি। খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।