Advertisement
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের সহধর্মিনী কান্তা ইসলামের রোগমুক্তি কামনায় পাবনার ছিন্নমূল শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে সদর বাস টার্মিনালে টেলি কনফারেন্সে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ আনিছুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্ভোধক আব্দুল গফুর বলেন, প্রখ্যাত শ্রমিক নেতার সহধর্মিনী কান্তা ইসলামের রোগমুক্তি কামনায় শ্রমিকদলের উদ্যােগে ছিন্নমূল শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন পাবনা জেলা ট্রাক ও ট্যাংঙ্কলরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ইসহাক, পুলিশের গোয়েন্দা ইউনিটের ওসি মোঃ বশির, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন।৷
এ সময় পাবনা সদর উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন, পাবনা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন, পাবনা সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, পাবনা সদর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন, পাবনা ফার্নিচার ও কাটমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলার কনক্রিট মিক্সার, ফ্লাটবেড ও ড্রামটাক শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক ও ট্যাংকলরী চালক শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইউনুস।