lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-14T09:25:04Z
বিশ্ব বেতার দিবস

বিশ্ব বেতার দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

Advertisement


 


রেজাউল ইসলাম মাসুদ,স্টাফ রিপোর্টারঃ

"বেতার এবং জলবায়ু পরিবর্তন" এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সালন্দরে অবস্থিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি বের হয়। 


র‍্যালিটি ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল এর তত্বাবধানে দিবসটি উদযাপনে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 


এ সময় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল বলেন, বেতারকে আরো বেশি জনবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলক্ষ্যে অনুষ্ঠানের কোয়ানটিটি না বাড়িয়ে অনুষ্ঠানের কোয়ালিটি বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সকল তথ্য ছড়িয়ে দিতে এই কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে সংবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান গল্প,নাট্য,কৌতুক সহ নানাবিধ অনুষ্ঠান। 


সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো: রিফাত হাসান, উপ আঞ্চলিক প্রকৌশলী শারমিন সুলতানা। এছাড়াও কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।