lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-21T05:15:48Z
ব্রেকিং নিউজ

অবৈধ ভাবে চা বিক্রির অভিযোগে পপুলার টি ফ্যাক্টরীর নিবন্ধন স্থগিত

Advertisement


 

সজীব আহাম্মেদ,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পপুলার টি ফ্যাক্টরীর অনুমোদন ও নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ চা বোর্ড। সেই সাথে কারখানার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ডিসেম্বরে বটলিফ চা কারখানাটি থেকে অবৈধভাবে চা স্থানান্তরের অভিযোগে কাস্টমসের একটি টিম অভিযান পরিচালনা করলে বিপুল পরিমাণ চা জব্দ করা হয়।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বাংলাদেশ চা বোর্ড এর পরিকল্পনা শাখার উপ পরিচালক (পরিকল্পনা) সুমন সিকদার স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।


পঞ্চগড় চা বোর্ড ও কাস্টমস সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর আনুমানিক সকাল ১১টায় দেবীগঞ্জ সেনা ক্যাম্প সংলগ্ন সড়কে পপুলার টি ফ্যাক্টরীর চা পরিবহণের সময় কাস্টমস অভিযান চালিয়ে ১৩ হাজার কেজি চা জব্দ করে। জব্দকৃত চা পঞ্চগড় জেম জুট কারখানা এলাকায় তাদের জিম্মায় রাখা হয়। পরে কাস্টমসের পক্ষ থেকে এই ঘটনায় মামলা দায়ের করা হয় এবং ৫ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। মামলায় অবৈধ ভাবে চা অপসারণের জন্য জাল নথি ব্যবহারের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।


উল্লেখ্য, চা আইন ২০১৬ এর ২০ ধারা অনুযায়ী দেশে উৎপাদিত সকল প্রকার চা নিলামের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের বিষয়ে এবং চা বোর্ডের পূর্বানুমতি ব্যতিরেকে কোন মালিক বাগান বা ক্ষুদ্রায়তন বাগানে উৎপাদিত চা সরাসরি বিক্রয় বা রপ্তানি করতে পারবে না।


পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পপুলার টি ফ্যাক্টরীর সকল কার্যক্রম বন্ধ থাকবে।


এই বিষয়ে পপুলার টি ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বলেন, একটা ভুলের ভিত্তিতে এই রায় হয়। আমরা সেই ভুল স্বীকার করেছি। কাস্টমস আমাকে যে জরিমানা করেছিল তা পরিশোধ করেছি। আজ নতুন করে চা বোর্ডের সিদ্ধান্ত জানতে পেরেছি।