Advertisement
বরগুনা প্রতিনিধি:
আমতলী পৌরসভার লোচা গ্রামের রফিকুল ইসলাম রাসেলের দ্বি-তলা ঘরের তালা ভেঙ্গে সাত ভরি স্বর্নালংকার ও নগত ৫০ হাজার ৫০০ টাকা চুরি করেছে চোর চক্র। ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টার দিকে। দিনের বেলায় চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানাগেছে, আমতলী পৌরসভার হাসপাতাল সড়কের রফিকুল ইসলাম রাসেল বুধবার সকালে তার কর্মস্থল বরগুনা পৌরসভায় এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকা আখিনুর বিদ্যালয়ে যান। ওই ফাঁকে চোর চক্র তার দ্বি-তলা ঘরের মুল ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে ঘরে থাকা আলমিরা ভেঙ্গে সাত ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে।
মোঃ রফিকুল ইসলাম রাসেল বলেন, বুধবার সকালে আমরা স্বামী-স্ত্রী যার যার কর্মস্থলে চলে যাই। ওই ফাঁকে চোর চক্র ঘরের মুল ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে আলমিরা ভেঙ্গে সাত ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দ্রুত চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।