lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-08T13:51:15Z
ব্রেকিং নিউজ

বড়লেখায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে তিনি তিন ঘণ্টার জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় মায়ের জানাজায় অংশ নেন। পরে জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে। 

জানা গেছে, যুবলীগ নেতা আব্দুল কাদিরের মা ছমিরুন নেছা শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে উপজেলার তালিমপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে মায়ের জানাজায় অংশ নেয়ার সুযোগ দিতে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ শনিবার বেলা আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। প্যারোলে মুক্তি পেয়ে কাদির পুলিশি প্রহরায় নিজের বাড়িতে যান এবং আসরের নামাজের পর তালিমপুর জামে মসজিদে মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পুলিশি প্রহরায় পুনরায় জেলা কারাগারে প্রেরণ করা হয়। 

গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে যৌথবাহিনী যুবলীগ নেতা আব্দুল কাদেরকে তার বাড়ি থেকে আটক করে এক যুবদল নেতার করা মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে কারাগারে পাঠায়। ৮ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। পরে ৩০ নভেম্বর বড়লেখা পৌর শহরে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ পুনরায় তাকে আটক করে বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিলে হামলার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন। 

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গণমাধ্যমকর্মীদের বলেন, 'যুবলীগ নেতা আব্দুল কাদির তার মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে কয়েক ঘণ্টার প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।'

মৌলভীবাজারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদারের মুঠোফোনে শনিবার বিকেলে একাধিকবার করা হলেও তিনি রিসিভ করেননি।'