মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় পাতাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার।
Advertisement
১১ই ফেব্রুয়ারী মঙ্গলবার মধ্যরাতে রামগড় পাতাছড়া ইউনিয়ন এর মাহাবুব নগর একালায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো.ইউছুফ পাটোয়ারী, মোঃআলমগীর হোসেন। আটক দুই জনই ইউনিয়ন আওয়ামীলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ ইউছুফ পাটোয়ারী পাতাছড়া ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মোঃ আলমগীর হোসেন সদস্য।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈন উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে থানা হাজতে রাখা হইয়াছে, বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।