Advertisement
মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর ডাঙ্গায় ৫২,৭১ ও ২৪ শে দেশের জন্য আত্মত্যাগকারী শহিদদের স্মরণে ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত ১ ফেব্রæয়ারি সন্ধ্যায় ডাঙ্গার কাজৈর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপাড়া শাখার সভাপতি মিশকাতুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইকবাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ থানা শাখার সেক্রেটারী মাওলানা মাসুদ করীম, ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সহকারী দপ্তর সম্পাদক ওয়ালী খান, জাতীয় নাগরিক কমিটির সুপ্রিম কোর্ট উইংএর সদস্য এডভোকেট মুন্সি আব্দুল আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাঙ্গা ইউনিয়ন শাখার আমীর আল আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা মোঃ সাকিল, মোঃ সাগর প্রমূখ। ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশনা করেন নরসিংদীর স্বনামধন্য উজ্জীবন শিল্পীগোষ্ঠী ও নরসিংদী কালচারাল একাডেমী। এসময় শিল্পীরা কুরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল,বিপ্লবী ইসলামী গান, আবৃত্তি, কাওয়ালী ও আকর্ষণীয় নাটক উপস্থাপন করেন।