Advertisement
আল আমিন হোসেন, পাবিপ্রবি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরি কমিটি-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পাবিপ্রবি প্রেসক্লাব নির্বাচনে প্রধান নিবার্চন কমিশনার ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড.মীর হুমায়ুন কবির নির্বাচন কমিশনার ছিলেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.রাশেদুল হক এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. গালিব হাসান।
এ নির্বাচনের সভাপতি নিসেবে নির্বাচিত হয়েছে পূর্বের কমিটির সাধারণ সম্পাদক টুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের জাহিদ সোহেল(দৈনিক কালবেলা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুল হুদা শিথিল(দৈনিক প্রতিদিনের বার্তা)।
এছাড়াও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছে এমরান হোসেন তানিম(জাগোনিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ হোসেন(ডেইলি ক্যাম্পাস),কোষাধ্যক্ষ আলফি সানি(দৈনিক সবুজ বাংলা), কার্যনির্বাহী সদস্য -১ মোঃমিকাইল হোসেন(দৈনিক নয়া দিগন্ত) এবং কার্যনির্বাহী সদস্য -২ সাজ্জাদুল ইসলাম(দৈনিক ইনকিলাব)।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন পাবিপ্রবি প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড.মীর হুমায়ুন কবির।এবং তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সচেতন থাকতে বলেন।নির্বাচন কমিশনার ড.রাশেদুল হক সাংবাদিক দের অনুসন্ধানী হওয়ার আহবান জানান এবং ভুয়া সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বলেন।অপর একজন নির্বাচন কমিশনার ড. গালিব হাসান বলেন সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয় কে বিশ্বের বুকে তুলে ধরতে অগ্রাণী ভুমিকা পালন করতে হবে।পরিশেষে প্রধান নির্বাচন কমিশনার বিদায়ী কমিটিকে শুভকামনা জানিয়ে এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কর্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।