lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-05T15:14:39Z
আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা

Advertisement


 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পৌর শহরের সরকার পাড়া এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও জেলা সরকারি গ্রন্থাগারে এই দিবসের আয়োজন করা হয়। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।  ঠাকুরগাঁও জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান আম্বিয়া বেগমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।