Advertisement
পাবনা প্রতিনিধি :-
দেশের অন্যতম প্রধান সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরন পাবনা'র আয়োজনে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বিকেল ৫ টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত উত্তরণ পাবনার কেন্দ্রীয় কার্যালয় সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় কবি আল মাহমুদ এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে।
উক্ত স্মরণ সভা উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেরিন ক্যাপ্টেন (অবঃ) কামরুল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার,কাজী মাহবুব মোর্শেদ বাবলা, কবি ইদ্রিস আলী মধু, কবি আদ্যনাথ ঘোষ, প্রফেসর মোঃ জামাল উদ্দীন, কবি সাংবাদিক ও সংগঠক শফিক আল কামাল, কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল, উত্তরণ পাবনার যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য কবি ও সাংবাদিক হুমায়ুন কবির, মোঃ সামসুল আলম, মোঃ সুলতান মাহমুদ প্রমুখ। শিশু আবৃত্তিশিল্পী মোঃ রিফাত হোসেন কবিতা আবৃত্তি করে।
স্মরণ সভায় আলোচক বৃন্দ কবি আল মাহমুদ এর জীবনী ও তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।