lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-10T02:17:44Z
জাতীয়

সাইফুর রহমান দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন: রুহুল কবির রিজভী

Advertisement


          ফাইল -ফটো

 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার: 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এম সাইফুর রহমান দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। আর দুর্ভিক্ষের দেশকে উৎপাদনশীল দেশে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’ তিনি রবিবার (৯ ফেব্রæয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দন সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার কীভাবে দেশের টাকা বিদেশে পাচার করেছে। পদ্মাসেতু, ফ্লাইওভার ও মেগাপ্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই টাকা তছরুপ করা হয়েছে। ছেলে-মেয়ে ও ভাগ্নে-ভাগ্নির নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয় তখন আমাদের গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমানের মতো মহিমান্বিত মানুষ যারা এ দেশের তহবিল সংগ্রহ করেছিলেন। জাতীয় সঞ্চয়কে বৃদ্ধি করেছেন। যার বিরুদ্ধে একটি টাকাও এদিক সেদিক করার অভিযোগ পাওয়া যায়নি। সাইফুর রহমান আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএফ’র চেয়ারম্যান হয়েছিলেন। এটি যেনতেন মানুষ হতে পারেন না।’

ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলামসহ সাইফুর রহমানের পরিবারের সদস্যরা।

এবারের টুর্নামেন্টো ফাইনালে অংশ নেয় সিলেট জেলার বালাগঞ্জ ফুটবল একাডেমি ও হবিগঞ্জ জেলা খেলোয়ার কল্যাণ সমিতি। প্রতিদ্বন্ধীতাপূর্ণ ফাইনালে বালাগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে হবিগঞ্জ জেলা খেলোয়ার কল্যাণ সমিতিকে পরাজিত করে শিরোপা লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি রুহুল কবির রিজভী চ্যাম্পিয়ন ও রানারআপ টিমের হাতে পুরস্কার তুলে দেন।