lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-15T11:58:16Z
ধর্ম অবমাননা

শবে বরাত নিয়ে যুবকের কটুক্তি:এলাকায় ক্ষোভ,শাস্তি দাবী

Advertisement



বরগুনা প্রতিনিধি:

“কুকুর পালা যেমন নাজায়েজ, তেমনি শবে বরাত পালন করাও নাজায়েজ” এভাবে শবে বরাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করেছেন আমতলী পৌরসভার লোচা গ্রামের রাজমিস্ত্রি মোঃ রাসেল রাজ (৪০)। শবে বরাত নিয়ে কটুক্তি করায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত কটুক্তিকারী রাসেলের বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়েছেন তারা।  


জানাগেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় আমতলী পৌরসভার বাসুগী গ্রামের শানু রাজের ছেলে মোঃ রাসেল রাজ তার ফেইসবুক আইডি থেকে “ কুকুর পালা যেমন নাজায়েজ, তেমনি শবে বরাত পালন করাও নাজায়েজ” মন্তব্য করে পোষ্ট দেন। মুহুর্তের মধ্যে তার দেয়া পোস্ট সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে মানুষের মধ্যে নিন্দার ঝড় ওঠে। তাৎক্ষনিক কটুক্তিকারী রাসেলকে স্থানীয়রা খুঁজতে থাকে কিন্তু তিনি পালিয়ে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তার শাস্তি দাবী করেছেন। এছাড়াও তিনি শবে বরাতকে নিয়ে আরো নানাবিধ মন্তব্য করেছেন। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন বিষয়টি অবহিত হয়েছেন। তারা কটুক্তিকারী রাসেলকে আইনের আওতায় আনতে পদক্ষেপ নিচ্ছেন। 


স্থানীয় ফোরকান চৌকিদার বলেন, হাজার হাজার বছর ধরে ধর্মপ্রাণ মুসলমানের পালন করা শবে বরাত নিয়ে কটুক্তিকারী রাসেল রাজের শাস্তি দাবী করছি। 


আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, কটুক্তিকারী রাসেলকে আটক করতে পুলিশ পাঠানো হয়েছে।  


আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি জেনেছি। এমন মন্তব্য করা মানে ধর্মানুভুতিতে আঘাতহানা। কটুক্তিকারীকে আইনের আওতায় আনতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।