lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-17T11:38:00Z
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে শ্রী পলাশ হত্যা মামলায় ৪ জন গ্রেপ্তার

Advertisement


 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

অটোরিকশা চালক পলাশ হালদার হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদেরমধ্যে দুইজন হত্যায় সরাসরি অংশ নেয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।



গ্রেপ্তারকৃরা হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার মো. জনি, তানোর উপজেলার কলমা এলাকার মো. রকি, একই উপজেলার তালন্দ এলাকার মো. জুয়েল ও নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া পশ্চিমপাড়ার সানোয়ার হোসেন। এদের মধ্যে জনি ও রকি সরাসরি হত্যাকা-ে অংশ নেন। বাকী দুজনকে গ্রেপ্তার করা হয় ছিনিয়ে নেয়া অটোরিকশার মালামাল কেনার জন্য।



পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত শনিবার সকালে পলাশ হালদারের মরদেহ উদ্ধারের পর সেদিন রাতেই সদর উপজেলার মহারাজপুর থেকে রকি ও জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অটোরিকশার খ-াংশ উদ্ধার করা হয় এবং ছিনতাই করা অটোরিকশার মালামাল কেনার দায়ে জুয়েল ও সানোয়ারকে গ্রেপ্তার করা হয়।